-->

Nativ

Banner 160*300

মে দিবস শ্রমিক দিবস।

মে দিবস শ্রমিক দিবস।

মে দিবস শ্রমিক দিবস। 

মনে পড়ে সেই অতীতের কথা বিভীষিকাময় মে,
শিকাগো শহরে শ্রমিকের প্রতি নিপীড়ন এলো নেমে।
রক্তচোষা বুর্জোয়া যত পুঁজিবাদ যার পুঁজি
সর্বহারার গ্রাস কেড়ে খায় না দিয়ে ন্যায্য রুজি।

আজীবন যারা চালিয়ে গিয়েছে হাতুড়ী শাবল করাত,
জীবনের চাকা ঘুরিয়ে কখনো ফেরেনি যাদের বরাত।
কল-কারখানা লঞ্চ, বাস-ট্রাক চা-বাগানের মালি,
ডক-ইয়ার্ডে কাজ করে যারা হাতে মুখে মেখে কালি।

হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে ঝরিয়ে রক্ত ঘাম,
রাত্রি কাটে ভুক-পিয়াসে না পেয়ে যোগ্য দাম।
মালিক-শ্রমিক কেবলই দ্বন্দ্ব নাই বন্ধন-প্রীতি,
পরস্পরের সন্দেহ শুধু কোথায় সাম্য-নীতি?

মালিকের সাথে আঁতাত করে যে সব শ্রমিক দালাল,
ন্যায্য দাবি নিষ্ফল করে উৎকোচ করে হালাল।
ইঁদুর-বিড়াল তামাশার খেলা না হলে উৎখাত,
আন্দোলিত দাবি দাওয়া যত মাঝ পথে কুপোকাৎ।

শ্রমিক-মজুর-মেহনতি যারা গতর খাটিয়ে খায়,
ডাক দিয়ে যায় মে দিবসে যেন ন্যায্য সুবিধা পায়।


১ম
সারাদিন কাজ করে
ঝরে মাথার ঘাম
শ্রমিকরা এই সমাজে
পায় না তবু দাম।

বড় বড় অট্টালিকা
শ্রমিকরা হাতে গড়ে
তবে কেন শ্রমিকরা
রোগে শোকে মরে।

কাজ করে টাকার জন্য
পায়না বেতন ভাতা
ন্যায্য বেতন চাইতে গেলে
মালিক বলে যাতা।

শ্রমিক হলো কর্মজীবী
এই দেশেরই লোক
সব সময় দেখতে চাই
ওদের হাসি মুখ।
২য়
আমরা শ্রমিক কাজ করি ভাই
হেসে হেসেই
মজুরিটা তাই পেতে চাই
কাজের শেষেই।

আমরা শ্রমিক চাই সকলের
ভালোবাসা
একটুখানি আদর-সোহাগ
মিষ্টিভাষা।

আমরা শ্রমিক বাঁচার মতো
বাঁচতে চাই
হক-অধিকার পেয়েই শুধু
নাচতে চাই।

0 Response to "মে দিবস শ্রমিক দিবস। "

Banner 300*250

Banner 160*600

advertising articles 2

Banner 728*90