-->

Nativ

Banner 160*300

 আবাসন প্রকল্প"" নিবাসী মোঃ মাহবুল আলম এর মৃত্যুতে আবু সুফিয়ান'র শোক প্রকাশ   (ASSCC TV NEWS)

আবাসন প্রকল্প"" নিবাসী মোঃ মাহবুল আলম এর মৃত্যুতে আবু সুফিয়ান'র শোক প্রকাশ (ASSCC TV NEWS)

জনাব মাহবুল আলম আমার মামা তিনি অত্যন্ত জন দরদি ও সমাজ সেবক ছিলেন। সবসময় আমাকে এবং আমার সহপাঠী ছেলেদের স্নেহ করতেন। আমরা একসাথে আমাদের বাড়ির মসজিদ'র খেদমত করার সৌভাগ্য হয়েছে । 
আল্লাহর কাছে একটাই কামনা। যেন আল্লাহ তা'য়ালা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করেন।

উত্তর পাহাড়তলী আশ্রয়ণ প্রকল্প (ফেইজ ২) বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সম্মানিত সাবেক সভাপতি ও
হযরত জয়নুল্লাহ মোমেন শাহ (রাঃ) জামে মসজিদের সম্মানিত সাবেক সভাপতি
এবং ""উত্তর পাহাড়তলী নতুন আবাসন প্রকল্প"" নিবাসী জনাব মোঃ মাহবুল আলম ( প্রকাশ পঞ্চাশ কোম্পানীর সন্তান) ) আজ বিকাল ৪.৩০ মিনিটের সময় ইন্তিকাল করিয়াছেন।
( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।




আগামীকাল বেলা ১১ টার সময় অনিজ্জা বিটায় মরহুমের জানাজা অনুষ্টিত হইবে।
উক্ত জানাজার নামাজে আপনারা শরিক হয়ে মরহুমের বিদায়ি আত্মার মাগফেরাত কামনা করুন।

0 Response to " আবাসন প্রকল্প"" নিবাসী মোঃ মাহবুল আলম এর মৃত্যুতে আবু সুফিয়ান'র শোক প্রকাশ (ASSCC TV NEWS) "

Banner 300*250

Banner 160*600

advertising articles 2

Banner 728*90