-->

Nativ

Banner 160*300

হাটহাজারীতে অপহৃত স্কুলছাত্রী তুহিনের মরদেহ উদ্ধার, খুনী মুন্না আটক।। ASCC TV NEWS

হাটহাজারীতে অপহৃত স্কুলছাত্রী তুহিনের মরদেহ উদ্ধার, খুনী মুন্না আটক।। ASCC TV NEWS

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি, এ এস সিসি টিভি নিউজ :(ASCC TV NEWS)
প্রকাশ : September 17, 2018 | সময় : 1:19 am


হাটহাজারীর গড়দুয়ারা ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজী আবুল মনসুরের ভাতিজী হাটহাজারী গার্লস স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী তাসনিম সুলতানা তুহিনের(১৩) লাশ হাটহাজারী কামাল পাড়া নিহতের নিজ বাসা ৪ তলার ভাড়াটিয়া খুনী মুন্নার বাসার সোফার নিচ থেকে আজ সন্ধ্যায় স্হানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায় এবং খুনের সাথে সম্পৃক্ত শাহনেওয়াজ মুন্নাকে হাটহাজারীর ত্রিবেণী রাস্তার মোড় থেকে পুলিশ আটক করেন।

এর আগে নিহত তুহিন নিখোঁজ হলে তুহিনের পরিবার হাটহাজারী মডেল থানায় নিখোঁজ জিডি  দায়ের করেন।রিপোর্টএ ৪ তলার ভাড়াটিয়া মুন্নাকে সন্দেহ করে আসামি করা হয়।রিপোর্ট মোতাবেক মুন্না কে আটক করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।

আজ নিহতের লাশ উদ্ধার করার সাথে সাথে এলাকাবাসী,নিহতের সহপাঠী,সাংবাদিক,শিক্ষক সহ সর্বস্তরের বিপুল পরিমাণ মানুষ হাটহাজারী থানার সামনে জড়ো হয় এবং খুনীর বিচারের দাবীতে রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্ঠা করলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব বেলাল উদ্দিন জাহাঙ্গীর খুনীর সর্বোচ্চ শাস্তি দেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা ব্যারিকেড তুলে নেন।

নিহত তুহিনের পরিবার এর সাথে কথা বললে, নিহতের পরিবার খুনীর সর্বোচ্চ শাস্তির দাবী করেন।

0 Response to "হাটহাজারীতে অপহৃত স্কুলছাত্রী তুহিনের মরদেহ উদ্ধার, খুনী মুন্না আটক।। ASCC TV NEWS"

Banner 300*250

Banner 160*600

advertising articles 2

Banner 728*90