কবরস্থান না থাকায় চরম বিপাকে চট্রগ্রাম, হাটহাজারীর, মির্জাপুর ইউনিয়নের, ১নং ওয়ার্ড হাসেম নগরের আবাসান প্রকল্পের বাসিন্দারা।
Tuesday, 16 March 2021
Comment
আবু সুফিয়ান:-কবরস্থান না থাকায় চরম বিপাকে চট্রগ্রাম, হাটহাজারীর, মির্জাপুর ইউনিয়নের, ১নং ওয়ার্ড হাসেম নগরের আবাসান প্রকল্পের বাসিন্দারা।
আমরা সরকারের নিকট কৃতজ্ঞ কারণ সরকার আমাদের ৬০টি পরিবারকে বিনামূল্যে বসতঘর নির্মাণ করে দিয়েছেন।
এবং বসত ঘরের জন্য যা যা প্রয়োজন যেমন টিউবওয়েল বিদ্যুৎ সবকিছু দিয়েছেন সরকার আমাদেরকে। কিন্তু এখন অপূর্ণ আছে আমাদের সেটা হচ্ছে একটি কবরস্থান । দীর্ঘ ১৩/১৪ বছর ধরে আমাদের এলাকায় ১৪ থেকে১৫ জন ব্যাক্তি মৃত্যু বরণ করেন তাদের দাফন কাফন নিয়ে আমাদের বিপাকে পড়তে হয়। অন্য এলাকায় গিয়ে তাদের সামাজিক কবরস্থানে দাপনের জন্য আমাদের জায়গা ভিক্ষা চাওয়া লাগে। তাই মাননীয় প্রধানমন্ত্রী কাছে আবেদন আমাদেরকে একটি সামাজিক কবরস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য।
আমাদের পার্শ্ববর্তী সরকারি অনেক পাহাড় বা টিলা এখনো অনেক দখলদ্বার দখল করে যুগ যুগ ধরে উপভোগ করে যাচ্ছে। তা থেকে যদি আমাদেরকে একটি নির্দিষ্ট জায়গা ব্যবস্থা করে দেয় তাহলে আমরা এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ থাকব।
একটি কবরস্থানের জন্য আমরা সরকারের নিকট আকূল আবেদন জানাচ্ছি।
অত্র এলাকার জনগণের মন্তব্য
0 Response to "কবরস্থান না থাকায় চরম বিপাকে চট্রগ্রাম, হাটহাজারীর, মির্জাপুর ইউনিয়নের, ১নং ওয়ার্ড হাসেম নগরের আবাসান প্রকল্পের বাসিন্দারা।"
Post a Comment