কাতারে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ওয়াকফ মন্ত্রণালয় এর ঘোষণা মতে ।
Tuesday, 13 April 2021
Comment
কাতারে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ওয়াকফ মন্ত্রণালয়
এর ঘোষণা মতে
আযানের ০৫ মিনিট পরে নামাজ শুরু করতে হবে। এবং
নামাজ শেষ হওয়ার ০৫ মিনিট পর মসজিদগুলি বন্ধ করতে হবে।
মসজিদগুলিতে নিচের বিধিগুলি পালন করতে হবে:
১। মুসল্লিদের অবশ্যই মাস্ক পরতে হবে এবং মেঝেতে স্টিকার দ্বারা চিহ্নিত স্থানে দাঁড়িয়ে একে অপরের থেকে সুরক্ষিত শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।
২। মুসল্লিদের তাদের নিজস্ব জায়নামাজ/ম্যাট আনতে হবে।
সাথে মোবাইলে এহত্যারাজ এ্যাপসটির সবুজ রং থাকতে হবে
৩। মুসল্লিদের অবশ্যই দূরত্বের প্রোটোকলগুলিকে লঙ্ঘন করে এমন কাজ যেমন হেন্ডশেক এবং অন্য কোনও শারীরিক অভিবাদন এড়িয়ে চলতে হবে।
৪। মসজিদ আজানের সময় থেকে নামাযের শেষ অবধি খুলা থাকবে।
৫। মুসল্লিরা অবশ্যই ভিড় করতে পারবেন না।
৭। দীর্ঘস্থায়ী অসুস্থ বা আপত্তিজনক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তিদের মসজিদে নামাজ না পড়তে এবং ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
#ASCCTVNEWS#news#Ascctv##tv
0 Response to "কাতারে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ওয়াকফ মন্ত্রণালয় এর ঘোষণা মতে ।"
Post a Comment