 
লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন প্রবাসী শাহেদ।
Monday, 5 April 2021
 Comment 
রিপোর্ট আবু সুফিয়ান কাতার প্রবাসী
০৫-০৪-২০২১, ২১:৪২
ওয়েব ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২৩ কোটি টাকা জিতেছেন এক প্রবাসী বাংলাদেশি। আবুধাবির 'বিগ টিকেট' রাফেল ড্রয়ে দশ মিলিয়ন যা বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি টাকা জিতেছেন শাহেদ আহমেদ মৌলভী।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, ৫৫ বছর বয়স্ক শাহেদ শনিবার (৩ এপ্রিল) ‘বিগ টিকেট’ এর রাফেল ড্রয়ে প্রথম পুরষ্কার জিতেছেন।
চট্টগ্রামের বাসিন্দা শাহেদ গত ৪০ বছর ধরে তিনি আমিরাতের আল আইন শহরে বাস করছেন। তিনি একটি কার ওয়ার্কশপের মালিক। 
শাহেদ জানান, গত ২৬ মার্চ 'বিগ টিকেট'র ২২৬ নম্বর র্যা ফেল ড্রয়ের জন্য তিনি ৫০০ দিরহাম দিয়ে ০০৮৩৩৫ নম্বরের টিকিটটি কিনেছিলেন।
0 Response to "লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন প্রবাসী শাহেদ।"
Post a Comment