-->

Nativ

Banner 160*300

কাতারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন বিধি নিষেধ:

কাতারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন বিধি নিষেধ:

কাতারে করোনা সংক্রমণবৃদ্ধি পাওয়ায় নতুন করে কিছু বিধি নিষেধ আরোপ করেছে কাতার সরকার । প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুলাজিজ আল থানির সভাপতিত্বে আজ বিকেলে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় ।


 আগামী শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ থেকে  পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

 সিদ্ধান্তগুলির মধ্যে সরকারী ও বেসরকারী সংস্থাগুলির কর্মচারীদের ৫০% হ্রাস , জাদুঘর, গ্রন্থাগার, নার্সারি বন্ধ এবং পাবলিক পার্ক ও কর্নিশে জমায়েত না করার জন্য বলা হয়েছে।
 করোনার মহামারীজনিত কারণে স্বাস্থ্যবিরোধী এবং দেশের সকল নাগরিকের সুরক্ষার জন্য পুনরায় বিধিনিষেধ আরোপের পরিকল্পনার বিষয়ে দুর্যোগ  ব্যবস্থাপনা সুপ্রিম কমিটির রিপোর্ট পর্যালোচনা করার পরে মন্ত্রিসভা নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করেছে:


 ১- সরকারী সংস্থাগুলিতে কর্মস্থলে উপস্থিত কর্মীদের সংখ্যা কমিয়ে প্রতিটি অফিসে ৫০% এবং বাকী কর্মচারীরা তাদের বাসা থেকে থেকে কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে। পরিস্থিতি অনুসারে  সামরিক, সুরক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যাতিক্রম থাকবে।
 ২ - বেসরকারী সেক্টরে কর্মস্থলে উপস্থিত কর্মীর সংখ্যা কমিয়ে  প্রতিটি অফিসে কর্মচারীর মোট সংখ্যার ৫০%, এবং বাকী শ্রমিকরা তাদের বাড়িঘর থেকে কাজ করবে ।

 ৩ - সরকারী এবং বেসরকারী সেক্টরে কর্মস্থলের কর্মীদের জন্য তাদের কার্য স্থলে (দূরবর্তীভাবে) উপস্থিত সমস্ত সভা আধুনিক প্রযুক্তিগত উপায় ব্যবহার করবে।  এবং যদি এটি সম্ভব না হয় প্রয়োজনীয়তার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে সভা করবেন, তবে  ৫জনের  বেশি উপস্থিত হতে পারবেনা।

 ৪ - যানবাহন চালানোর সময় এক বা একাধিক থাকলে প্রতিটি ব্যাক্তিকে অবশ্যই মাস্ক পরতে হবে। 

 ৫ - যে কোনও কারণে বাসা থেকে বেরোনোর ​​সময় স্মার্টফোনে সবাইকে অবশ্যই এহতেরাজ সফটওয়্যার টি একটিভ রাখতে হবে।

৬ -  পাঞ্জেগানা নামাজ এবং জুমার নামাজ আদায়ের জন্য মসজিদগুলি খোলা থাকবে, এই শর্তে যে রমাদান মাসে তারাবির নামাজ ঘরে ঘরে আদায় করবে।12 বছরের কম বয়সের বাচ্চাদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয় নাই। আর জনস্বাস্থ্য মন্ত্রনালয় ও ইন্ডোমেন্টস এবং ইসলামীক বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক নির্দেশিত সতর্কতা মূলক পদক্ষেপ গুলো মেনে চলতে হবে । যথারীতি  টয়লেট ও ​​অজুখানা বন্ধ থাকবে।

 ৭ - বাড়িঘর এবং আবদ্ধ রুমে  একত্রিত  ও কোভিড -19 ভ্যাকসিনের ডোজ সম্পন্নকারীরা সহ উন্মুক্ত স্থানে সর্বাধিক 5 জনের উপস্থিত থাকতে পারবে।

 ৮ - ঘরে বা ঘরের বাহিরে বিবাহের অনুষ্ঠান অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া  হয়েছে ।

 ৯ - পাবলিক পার্ক, সমুদ্র সৈকত এবং কর্নিশে জড়ো হওয়া বা বসার অনুমতি নেই। 

 ১০ -  বাসের মাধ্যমে পরিবহণকারী লোকের সংখ্যা অর্ধেক করে কমিয়ে আনা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 ১১ - মেট্রো রেলের সক্ষমতা ২০% এ কমিয়ে আনা হয়েছে , প্রতি সপ্তাহে শুক্র ও শনিবার মেট্রোরেল কার্যক্রম বন্ধ থাকবে। সপ্তাহে শুক্র ও শনিবার ধূমপানের জন্য মনোনীত স্থানগুলি বন্ধ থাকবে ।

 ১২ - ড্রাইভিং স্কুল বন্ধ থাকবে।

 ১৩ - সিনেমা ও থিয়েটারকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

 ১৪-  নার্সারি কেন্দ্র সমূহ বন্ধ থাকবে। 

 ১৫ -  যাদুঘর এবং লাইব্রেরি গুলো বন্ধ থাকবে।

 ১৬ - জনস্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত স্থানীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ ব্যতীত সব ধরনের প্রশিক্ষণ বন্ধ থাকবে।

 ১৭ - স্থানীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের আয়োজন করতে হলে জনস্বাস্থ্য মন্ত্রনালয়েরূ পূর্ব অনুমোদন থাকতে হবে ।

 ১৮ - সমস্ত সম্মেলন, প্রদর্শনী এবং ইভেন্ট স্থগিত করা হয়েছে।

 ১৯ - শপিং মলের সক্ষমতা ৩০% এর বেশি হওয়া যাবেনা এবং ১৬ বছরের কম বয়সী বাচ্চাদের অনুমতি নেই। শপিং মলের নামাজের ও জামা কাপড় পরিবর্তনের রুম গুলো বন্ধ থাকবে।

 ২০ - রেস্তোঁরা ও ক্যাফেগুলিকে খোলা বা বন্ধ জায়গায় খাবার ও পানীয় পরিবেশন বন্ধ থাকবে, শুধুমাত্র পার্সেল সরবরাহ করা যাবে।
 
 ২১- বিউটি পার্লার  এবং সেলুন বন্ধ থাকবে ।

 ২২ - বিনোদন পার্ক এবং সমস্ত বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। 
 ২৩ - সমস্ত সুইমিং পুল বন্ধ থাকবে।

২৪ - কাতারে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াত বন্ধ থাকবে।

 এই ক্ষেত্রে, জনস্বাস্থ্য মন্ত্রনালয় দ্বারা নির্ধারিত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা, পদ্ধতি, সতর্কতামূলক ব্যবস্থা এবং নিয়ন্ত্রণগুলি মেনে চলা।
 স্বরাষ্ট্র মন্ত্রনালয়, জনস্বাস্থ্য মন্ত্রনালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রনালয় এবং অন্যান্য সরকারী এজেন্সিগুলি প্রত্যেকের নিজস্ব এখতিয়ারে, স্বাস্থ্য প্রয়োজনীয়তা, পদ্ধতি এবং নির্ধারিত বিষয়গুলির সম্মতি নিশ্চিত করার জন্য এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 সিদ্ধান্তগুলি ৯/০৪/২০২১ শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

Related Posts

0 Response to "কাতারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নতুন বিধি নিষেধ:"

Banner 300*250

Banner 160*600

advertising articles 2

Banner 728*90