হাটহাজারী উপজেলা পরিষদে একটি ডিজিটাল সাইনেজ ডিসপ্লে স্থাপন করা হয়েছে।
Thursday, 15 April 2021
Comment
বিস্তারিতঃ- এর মাধ্যমে, জাতীয় শুদ্ধাচার কৌশল(এনআইএস) বাস্তবায়নের উপকরণসমূহ যেমন, তথ্য অধিকার(আরটিআই), সিটিজেনস চার্টার, এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ক তথ্যমূলক ভিডিও চিত্র, উপজেলা পরিষদে আগত সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা হচ্ছে।
এই ভিডিওগুলোর মাধ্যমে , আরটিআই ফর্ম ব্যবহার করে কীভাবে তথ্যের জন্য আবেদন করতে হয়, জিআরএস ফর্ম ব্যবহার করে কীভাবে অভিযোগ দায়ের করতে হয়, সিটিজেনস চার্টার থেকে কীভাবে পরিষেবা সম্পর্কিত তথ্য পাওয়া যায়- প্রভৃতি বিষয়ে জানা যাবে।
এনআইএস এর উপকরণগুলো প্রচারের জন্য এই অসাধারণ উদ্যোগ গ্রহণে জনাব রুহুল আমিন, ইউএনও হাটহাজারীকে ধন্যবাদ।
আমরা আশা করি যে এ ধরণের উদ্যোগ হাটহাজারী উপজেলার সাধারণ মানুষকে এনআইএস উপকরণগুলো সম্পর্কে সচেতন করবে এবং উন্নততর পরিষেবা পাওয়ার জন্য এই উপকরণগুলো ব্যবহার করতে তাদের উত্সাহিত করবে।
আরটিআই সম্পর্কিত ভিডিওটি দেখতে নীচের লিঙ্কটি দেখুন:
https://web.facebook.com/nis.bangla/posts/2895798034076447?_rdc=1&_rdr
জিআরএস সম্পর্কিত ভিডিওটি দেখতে নীচের লিঙ্কটি দেখুন:
https://web.facebook.com/nis.bangla/posts/2896579957331588?_rdc=1&_rdr
সিটিজেনস চার্টার সম্পর্কিত ভিডিওটি দেখতে নীচের লিঙ্কটি দেখুন:
https://web.facebook.com/nis.bangla/posts/2896579957331588?_rdc=1&_rdr
A digital signage has been installed at the premises of Hathazari Upazila Parishad. Informative videos on the NIS tools- such as Right
to Information (RTI), Citizen’s Charter, and Grievance Redress System (GRS) are being displayed for the general people coming to the Upazila Parishad.
These videos contain information such as how to apply for information using the RTI form, how to file a grievance using the GRS form, how to get service-related information from Citizen’s Charter.
Thanks to Mr. Ruhul Amin, UNO Hathazari, for taking up such a wonderful initiative to promote the NIS tools. We hope such an initiative will make the general people of Hathazari Upazila aware of the NIS tools and encourage them to use these tools for receiving better service.
0 Response to "হাটহাজারী উপজেলা পরিষদে একটি ডিজিটাল সাইনেজ ডিসপ্লে স্থাপন করা হয়েছে।"
Post a Comment