দিন দিন এই বাচ্চা মেয়েটা বিরক্তির কারণ হয়ে উঠছে।(ASCC TV NEWS)
Thursday, 19 October 2023
Comment
দিন দিন এই বাচ্চা মেয়েটা বিরক্তির কারণ হয়ে উঠছে। ইগনোরও করা যাচ্ছে না, দেশের থার্ডক্লাস মিডিয়াগুলোর কারণে কোনো না কোনোভাবে এই মেয়ে চোখের সামনে এসেই পড়ে আর মানুষের মন মেজাজ মস্তিষ্ক খারাপ হবার কারণ হচ্ছে; মানুষের কান গরম হওয়ার কারণ হচ্ছে!
আচ্ছা দেশে কি শিশুশিল্পী আর নেই? ছিলো না?
শিশুরা শিশুসুলভ আচরণেই সুন্দর, শিশুসুলভ কথাবার্তাতেই সুন্দর। একটা শিশু যখন সাংবাদিকদের মাইক্রোফোনের সামনে এসে লজিকের কথা বলে, লজিক নিয়ে জ্ঞান দিয়ে যায়; তখন সেটা অবশ্যই বেমানান।
হ্যাঁ বুঝলাম এই মেয়ে তার পাকনামি দিয়ে মাসে লাখ লাখ টাকা কামাচ্ছে, কিন্তু দিনশেষে এই মেয়ে কখনোই সফল নয়।
টিকটক,ফেসবুক দাপিয়ে বেড়ালেই সে জ্ঞানী হয় না,ম্যানারফুল মানুষ হয় না। সুশিক্ষিত পরিপূর্ণ একটা মানুষ হতে গেলে নির্দিষ্ট একটা বয়স অবশ্যই পার করা দরকার। ম্যানারফুল মানুষ না হয়ে লাখ লাখ টাকা কামালে তাকে সফল আমি বলতে পারছি না,স্যরি।
বরঞ্চ এই মেয়ে বর্তমান সমাজের একটা ভাইরাস, সমাজে অসুস্থতা ছড়াচ্ছে; শিশুদেরকে শিশু অবস্থায় পাকনামি করতে উৎসাহ জুগিয়ে যাচ্ছে।
বাচ্চা বয়সে পাকা পাকা কথা কমবেশি সব বাচ্চারাই বলতে পারে আজকাল, তবে সেগুলোকে লিমিটেশনে রাখা, সেগুলোর তদারকি করার দায়িত্বটা কিন্তু পরিবারের উপরেই থাকে।
কিন্তু এই মেয়ের পরিবার কিংবা তার গার্ডিয়ানদের কথা আর না-ই বা বলি!!
0 Response to "দিন দিন এই বাচ্চা মেয়েটা বিরক্তির কারণ হয়ে উঠছে।(ASCC TV NEWS) "
Post a Comment