এনায়েতপুর মুঈনিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন(ASCCTVNEWS)
Sunday, 15 January 2023
Comment
🟥এইচ,এম,আবু সুফিয়ান
চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এনায়েতপুর মুঈনিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসা, মুসলিম এতিমখানা, হেফজখানার বার্ষিক সভা দস্তারে ফজিলত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ১২ জানুয়ারি মাদ্রাসাটির মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ফাতেহা ইয়াজদাহুম, প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যবৃন্দসহ পরলোকগত মরহুম মরহুমাদের ইছালে ছাওয়ার উদযাপন উপলক্ষে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হওয়া এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ ২৩ বছর ধরে সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে ঐ এলাকায়। একজন মুসলিম হিসেবে প্রতিটি মুসলিম মানুষের ইসলামী জ্ঞান অর্জন করা বা থাকাটা বাঞ্ছনীয়। সন্তানকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করে তোলা প্রতিটি মুসলিম অভিভাবকদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মের ইসলামী জ্ঞান না থাকায় তারা নিজেকে অন্ধকারের দিকে যাচ্ছে বলে অভিহিত করেন বক্তারা। তারা বলেন, যুবসমাজ ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন করতে না পারলে আগামী প্রজন্মের কাছে আমাদেরই দায়বদ্ধ থাকতে হবে। আমরা যারা অভিভাবক আছি আমাদের উচিত সন্তানকে মাদ্রাসায় ভর্তি করা এবং ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন করতে তাদের পাশে থাকা, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। উক্ত সভায় মুহাম্মদ আইয়ুব আলী ও হাফেজ হাসান, বখতিয়ারের যৌথ সঞ্চালনায় আলহাজ্ব আল্লামা অধ্যক্ষ ছালেহ আহমদ আনছারী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল মনছুর, উদ্বোধক গনি শপিং কমপ্লেক্সের স্বত্তাধিকারী আলহাজ্ব মুহাম্মদ ওসমান গনি, প্রধান বক্তা হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নূরী(মাঃজিঃআঃ), মেহমানে আলা আলহাজ্ব আবুল ফারাহ্ মুহাম্মদ ফরিদ উদ্দিন (মাঃজিঃআঃ), আল্লামা গাজী শফিউল আলম নেজামী, মাদ্রাসাটির সুপার মুহাম্মদ জিয়াউল হক ফারুকী, মাওলানা সৈয়দ আবদুল মান্নান, মাওলানা শফিকুল ইসলাম আল কাদেরীসহ প্রমূখ।
0 Response to "এনায়েতপুর মুঈনিয়া আহমদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা সম্পন্ন(ASCCTVNEWS) "
Post a Comment