হাটহাজারীর শিকারপুরে ৪ বছরের শিশুকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা
হাটহাজারীর শিকারপুরে ৪ বছরের শিশুকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা
চট্টগ্রামের হাটহাজারীতে মোহাম্মদ ওয়ালিদ (৪) নামে এক নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ জুন) উপজেলার শিকারপুর ইউনিয়নের নেয়ামত আলী সড়ক এলাকার ৩নং ওয়ার্ডের হাঁছি মিয়ার (হাঁইছ্যা খানের) বাড়িতে এ ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম।নিহত ওয়ালিদ প্রবাসী মো. জাবেদ ও ইসরাত জাহান দম্পতির পুত্র।নিহতের চাচা মো. খোরশেদ জানান, ওয়ালিদের মা ও দাদি দুপুরে গোসল করতে পুকুরে গেলে কে বা কারা ঘরের ভেতর ডুকে গলায়, পেটে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে শিশু ওয়ালিদকে। রক্তাক্ত অবস্থায় দ্রুত স্থানীয় একাধিক হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ওয়ালিদ ঘরে খেলছিল, তাকে ঘরে রেখে তার মা ও দাদি বাড়ীর সামনের পুকুরে গোসল করতে যায়। গোসল সেরে এসে দেখে কে বা কারা ওয়ালিদের গলায় ও পেটে ছুরিকাঘাত করে রেখেছে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এলাকাবাসী এ হত্যা কান্ডের বিচার দাবি করে বলেন, নিজের ঘরে অবুঝ ছেলেটাকে যে বা যাহারা হত্যা করেছে আমরা প্রকৃত খুনীর দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। রহস্যে ঘেরা এ হত্যাকান্ডের রহস্য উম্মোচিত হোক।
মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, ওয়ালিদের লাশ এভার কেয়ার হাসপাতাল থেকে উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে, মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান ইনচার্জ মাহবুব আলম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ময়নাতদন্ত সম্পন্ন হয়নি।
0 Response to "হাটহাজারীর শিকারপুরে ৪ বছরের শিশুকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা"
Post a Comment