-->

Nativ

Banner 160*300

হাটহাজারীতে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু। (ASCCTV NEWS)

হাটহাজারীতে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু। (ASCCTV NEWS)

  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৫৫৪ বার দেখেছে
চট্টগ্রামের হাটহাজারীতে কাভার্ড ভ্যান চাপায় আব্দুল খালেক নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরো দুই জন। আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রবিবার (২১মার্চ) দুপুর ২ টাই হাটহাজারী বাস ষ্ট্যানের দক্ষিণে, হাটহাজারী মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা  সংবাদ গণ মাধ্যমে বলেন , একটি কাভার্ড ভ্যান রোড় দিয়ে যাওয়ার সময় পাশে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা স্থলে মোটরসাইকেল চালক নিহত হয়।

দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও 

0 Response to "হাটহাজারীতে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু। (ASCCTV NEWS) "

Banner 300*250

Banner 160*600

advertising articles 2

Banner 728*90