এ এস সিসি টিভি নিউজ।ক্রোয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের শিহাব
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩১ | এ এস সিসি টিভি নিউজ ডেস্ক।
ইউরোপের দেশ ক্রোয়েশিয়ায় ২৫তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে নয় বছর বয়সী বাংলাদেশের হাফেজ শিহাবুল্লাহ শিহাব। প্রতিযোগিতায় ৪৩ দেশের প্রতিনিধিদের পেছনে ফেলে তৃতীয় হন শিহাব।
গত বুধবার রাত সাড়ে তিনটার দিকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন শিহাব। তিনি দেশের খ্যাতিমান কারী হাফেজ নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকা যাত্রাবাড়ীস্থ তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ছাত্র।
কুমিল্লা জেলার বরুড়া থানার হাফেজ শিহাবুল্লাহ’র সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার শিক্ষক ক্বারী নাজমুল হাসান।
এ এস সিসি টিভি নিউজ/৩০সেপ্টেম্বর/এমআর
সংবাদটি শেয়ার করুন
0 Response to "এ এস সিসি টিভি নিউজ।ক্রোয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের শিহাব"
Post a Comment