(ASCC TV NEWS) হাটহাজারীতে ইয়াবা ভাবীসহ গ্রেফতার ৩
এ এস সিসি টিভি নিউজ।নিজস্ব প্রতিবেদকঃ- হাটহাজারীতে ইয়াবা ব্যবসায়ী নাহিদা বেগম প্রকাশ ভাবিসহ তিন জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২০৩ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের কারকনের পাড়া এলাকার কাটাখালীগামী পাকা রাস্তা থেকে ঐ এলাকার সোলেমান হাজীর বাড়ির মৃত আব্দুল খালেকের পুত্র মো. জসিম উদ্দিনকে (২৫) আটক করে। এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে তার স্বীকারোক্তিনুযায়ী একই পাড়ার চানমিয়া টেন্ডলের বাড়ির মোহাম্মদ হোসেনের স্ত্রী নাহিদা বেগমকে আটক করে এবং তার ঘরে আলমারিতে সংরক্ষিত একশ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। নাহিদা বেগম এলাকায় ভাবি নামে পরিচিত।
অপরদিকে একই এলাকার কাটাখালী আনোয়ার ব্যাপারীর বাড়ির মৃত মুছার পুত্র মো. ওমর ফারুককে (৩০) হাজী আব্দুল মোতালেব বাড়ির ঘাটা থেকে ৫১ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার জানান, এটি মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশবিশেষ, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবেনা। আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
0 Response to "(ASCC TV NEWS) হাটহাজারীতে ইয়াবা ভাবীসহ গ্রেফতার ৩"
Post a Comment