জাতীয় পরিচয় পত্র (NID) উঠানোর জন্য কিভাবে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দিতে হয়
2,198 2
টিউন বিভাগ কী কেন কীভাবে
প্রকাশিত
21টিউনস13টিউমেন্টস0ফলোয়ার
আছ ছালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আশা করি ভালই আছেন। আমিও ভাল আছি। আজ আপনাদের মাঝে আবারও জাতীয় পরিচয় পত্র (NID) নিয়ে টিউন করতে আসলাম। আমার প্রথম টিউনে আপনাদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি তাই ভাবলাম আবারও জাতীয় পরিচয় পত্র (NID) নিয়ে টিউন করি। আমার প্রথম টিউনটি ছিল জাতীয় পরিচয় পত্র (NID) হারিয়ে গেলে কিভাবে উঠাতে হয়। যারা দেখেন নাই তারা এই লিংকে প্রবেশ করে দেখে নিতে পারেন। গত পর্বে আমি জাতীয় পরিচয় পত্র (NID) উঠানোর জন্য ৪টি ধাপের কথা বলেছিলাম, তার মধ্যে টাকা জমা দেওয়া ছিল একটি ধাপ। সরকার জাতীয় পরিচয় পত্র (NID) বাবদ ২ টা ব্যাংকের মাধ্যমে টাকা জমা নেয়। একটা হলো সোনালী ব্যাংক আর একটা হলো ডাচ্ বাংলা ব্যাংক। আজ আমি লিখবো জাতীয় পরিচয় পত্র (NID) উঠানোর জন্য কিভাবে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দিতে হয়।
তাহলে শুরু করি,
১) প্রথমে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এ একটা একাউন্ট থাকতে হবে।
২) মোবাইল থেকে *৩২২# ডায়েল করতে হবে।
৩) পেমেন্ট দেওয়ার জন্য ১ ডায়েল করতে হবে।
৪) বিল পে করার জন্য আবারও ১ ডায়েল করতে হবে।
৫) তারপর বিলার আইডি চাইবে। এখালে নির্বাচন কমিশন/ সরকার ১০০০ আইডিতে টাকা জমা নেয়। এখাল থেকে ১০০০ ডায়েল করতে হবে।
৬) তারপর যে জাতীয় পরিচয় পত্র (NID) বাবদ টাকা জমা দেব সেই জাতীয় পরিচয় পত্র (NID) নাম্বার লিখতে হবে।
৭) তারপর Amount টাইপ করতে হবে।
৮) তারপর PIN নাম্বার লিখতে হবে।
0 Response to "জাতীয় পরিচয় পত্র (NID) উঠানোর জন্য কিভাবে ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দিতে হয়"
Post a Comment