হাটহাজারীতে পুকুরে ডুবে একই পরিবারের ২ জমজ শিশুর মৃত্যু ====================
হাটহাজারীতে পুকুরে ডুবে একই পরিবারের ২ জমজ শিশুর মৃত্যু
=====================================
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামে পুকুরে ডুবে একই পরিবারের দুই জমজ শিশুর মৃত্যু হয়েছে। ২বছর বয়সী মৃত্যু হওয়া এই দুই শিশুর নাম তানিফা ও সাইফা । তারা ওই এলাকার জেবল হাজীর বাড়ীর দুবাই প্রবাসী রফিকুল ইসলামের কন্যা।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ বেলাল উদ্দিন জানান, শনিবার(২০মে) দুপুর দেড়টার দিকে তানিফা ও সাইফা পুকুরে ডুবে মারা যায়। প্রথমে পরিবারের অন্য সদস্যরা পারিবারিক কাজে ব্যস্ত থাকার একপর্যায়ে সবার অজান্তে তারা খেলতে খেলতে ঘর থেকে বের হয়। কিছুক্ষণ সময়ের ব্যবধানে তাদের খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। প্রায় আধাঘন্টা পর বাড়ীর সম্মুখস্থ পুকুরে তাদেরকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিকালেই তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। তানিফা ও সাইফা ছাড়া রফিকুল ইসলামের রাহাত(৬) নামে এক পুত্র সন্তান ও তামিয়া(৫) নামে এক কন্যা সন্তান রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 Response to "হাটহাজারীতে পুকুরে ডুবে একই পরিবারের ২ জমজ শিশুর মৃত্যু ===================="
Post a Comment