-->

Nativ

Banner 160*300

|| গল্প নয় সত্যি ||
''''''''''''''''''''''''''''''''''''''''''''''

অনেক দিন আগের কথা।

|| গল্প নয় সত্যি || '''''''''''''''''''''''''''''''''''''''''''''' অনেক দিন আগের কথা।

|| গল্প নয় সত্যি ||
''''''''''''''''''''''''''''''''''''''''''''''

অনেক দিন আগের কথা। একটা নদীর পাড়ে একটা অনেক বড় আপেল গাছ ছিল। আর ছোট্ট একটা ছেলে প্রতিদিন গাছটার কাছে যেতো এবং গাছটার কাছাকাছি খেলতে পছন্দ করতো। সে গাছে চড়তো , আপেল খেতো আর ক্লান্ত হলে গাছের ছায়ায় ঘুমিয়ে পরতো।

সে গাছটাকে অনেক পছন্দ করতো আর গাছটাও ছেলেটাকে। ধীরেধীরে সময় গড়িয়ে চলল। ছোট্ট ছেলেটাও বড় হতে লাগলো, তখন সে আর আগের মতো প্রতিদিন গাছটার কাছে খেলতে যেতো না ।

হঠাৎ একদিন ছেলেটা গাছটার কাছে আসলো। কারণ তার মন খুব খারাপ ছিলো। গাছটা ছেলেটাকে বলল, "এসো, আমার সাথে খেলবে।"

ছেলেটা জবাব দিলো, "আমি আর ছোট্ট বাচ্চা নয়। আমি এখন কোন গাছের সাথে খেলি না। আমার এখন খেলনা দরকার। এবং খেলনা কেনার জন্য দরকার টাকা।"

গাছটা বলল, " আমি দুঃখিত, আমার কাছে তো টাকা নেই। কিন্তু তুমি আমার আপেল গুলো পেড়ে নিতে পারো, এবং এগুলো বিক্রি করলে তুমি টাকা পেয়ে যাবে।"

ছেলেটা গাছের কথা শুনে খুবইই খুশি হলো। সে গাছের সব আপেল পেড়ে নিল এবং খুশি মনে বিক্রি করার জন্যে হাটের উদ্দশ্যে রওনা হলো।

ছেলেটা আপেল গুলো পেড়ে নেবার পর আর ফিরে আসলো না। গাছটার মন খারাপ হয়ে গেলো।

একদিন ছেলেটা আবার গাছটার কাছে ফিরে আসলো হাসি মুখে। গাছটা ছেলেটাকে বলল, "এসো, আমার সাথে খেলবে।"

ছেলেটা বলল, "আমার খেলার সময় নেই। আমাকে আমার পরিবারের জন্য কাজ করতে হবে। আমার এখন বসবাসের জন্য একটা ঘর লাগবে। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ?"

গাছটা জবাব দিলো, "দুঃখিত, আমি তো তোমাকে ঘর দিতে পারবো না। কিন্তু তুমি আমার ডালগুলো কেটে ঘর বানাতে পারো।"

ছেলেটা গাছটার সব ডাল কেটে নিলো এবং খুশি মনে নতুন ঘরবাড়ি বানাতে চলে গেলো। গাছটা ছেলেটার আনন্দ দেখে অনেক খুশি হল।

কিন্তু ছেলেটা এবারো ফিরে আসলো না। গাছটা আবার একা হয়ে গেলো।

একদিন গ্রীষ্মের প্রচন্ড গরমের দিনে ছেলেটা আবার আসলো। গাছটা ছেলেটাকে দেখে খুব খুশি হল।

গাছটা ছেলেটাকে বলল, "এসো, আমার সাথে খেলবে।"

ছেলেটা বলল, "আমি খুবই দুঃখিত। আমি বুড়ো হয়ে যাচ্ছি। আমি এখন একটু সমুদ্রে ঘুরে আসতে চাই। তুমি কি আমাকে একটা নৌকা দিতে পারবে ?"

গাছটা জবাব দিলো, "আমার গুড়ি তুমি নৌকা বানাতে কাজে লাগাতে পারো। তুমি অনেক দূরে ঘুরতে যেতে পারবে এবং আনন্দ পাবে।"

তখন ছেলেটা গাছের গুড়ি কেটে নিলো এবং একটা নৌকা বানালো। সেই নৌকা সমুদ্র ভ্রমনে চলে গেলো এবং অনেকদিন পর্যন্ত আর ফিরলো না ।

ছেলেটা অনেক অনেক বছর পর আবার ফিরে আসলো ।

গাছটা ছেলেটাকে দেখে বলল, "আমি খুবই দুঃখিত বাবু। তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিছুই রইলো না। এমনকি তোমার জন্য কোন আপেলও নেই।"

ছেলেটা বলল, "আপেল খাওয়ার মতো দাঁত আমার নেই।"

গাছটা বলল, "আমার পিঠে চড়ার জন্য কোন গুড়িও নেই।"

ছেলেটা বলল, "আমি অনেক বুড়ো হয়ে গেছি। তাই তোমার পিঠে চড়তে পারবো না।"

গাছটা দুঃখ নিয়ে বলল, "তোমার জন্য আমার কাছে আর কিছুই নেই। যা আছে ,তাহলো কিছু মরমরা শিকড়।"

ছেলেটা বলল, "আমার এখন বেশি কিছুই চাইনা। শুধু বিশ্রামের একটা জায়গা পেলেই আমি খুশি।"

গাছটা একটু খুশি হয়ে বলল, "পুরোনো গাছের শিকড় বিশ্রামের জন্য আদর্শ জায়গা। এসো আমার কাছে এসে বসো, বিশ্রাম নাও।"

ছেলেটা গাছটার পাশে এসে বসলো। গাছটা অনেক খুশি হলো এবং অশ্রুমাখা হাসি হাসলো ।

[পুনশ্চঃ এটা একটা রুপক গল্প। এখানে গাছটা দিয়ে আমাদের মা-বাবা কে বুঝানো হয়েছে। আমরা যখন ছোট ছিলাম। আমরা মা-বাবার সাথে খেলতে পছন্দ করতাম। যখন আমরা বড় হয়ে যাই, তখন তাদেরকে ছেড়ে চলে যাই। আবার আমাদের প্রয়োজনে অথবা বিপদে পড়লেই শুধু তাদের কাছে ছুটে আসি।

মা-বাবা সবসময় আপনার সাথে থাকলে আপনাকে খুশি করার জন্যে সাধ্যমত চেষ্টা করেন। বর্তমানে আমাদের অনেকের অবস্থা অনেকটা গল্পের ছেলেটার মতো।

যেখানে ছেলেটা "গাছ" টার সাথে নিষ্ঠুর ব্যবহার করা সত্ত্বেও ছেলেটাকে নিজের ছায়ায় আশ্রয় দিতে কিঞ্চিৎ পরিমাণ দ্বিধাবোধ করেনি। ভুলে যাবেন না , মা-বাবা আপনার জন্য অনেক বড় সম্পদ। আপনার জন্য আল্লাহ তায়ালার সর্বশেষ্ঠ উপহার স্বরূপ।]

0 Response to "|| গল্প নয় সত্যি || '''''''''''''''''''''''''''''''''''''''''''''' অনেক দিন আগের কথা।"

Banner 300*250

Banner 160*600

advertising articles 2

Banner 728*90