পা ছুঁয়ে সালাম করে প্রধানমন্ত্রীকে যা বললেন সাক্কু
পা ছুঁয়ে সালাম করে প্রধানমন্ত্রীকে যা বললেন সাক্কু
মে ১১, ২০১৭
নিজস্ব প্রতিবেদক।।
শপথ নিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কু। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান শেখ হাসিনা।
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন সাক্কু।
গত ৩০ মার্চের ভোটে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারান সাক্কু। দুই মাসের বেশি সময় পর বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নিতে যান তিনি।
সাক্কু বলেন, তার (প্রধানমন্ত্রী) ৭০ বছর বয়স। তিনি একজন সিনিয়র লোক। তিনি প্রধানমন্ত্রী। আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, এ কারণেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি আমাকে সম্মান করেছেন, এ কারণে আমিও তাকে সম্মান করেছি।
সাক্কু বলেন, আজকে শপথ গ্রহণের পর তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছেন, সুন্দরভাবে কাজ করতে বলেছেন। আমি কাজ করাতে চাই, এখানে কোনো দল নাই।
প্রধানমন্ত্রী কী বলেছেন, জানতে চাইলে সাক্কু বলেন, তিনি বলেছেন, তুমি কাজ কর, আমার সব সহযোগিতা পাবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনও এ সময় উপস্থিত ছিলেন। আরও ছিলেন সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন টিটলিও। তিনিও তার স্বামীর মত প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন।
0 Response to "পা ছুঁয়ে সালাম করে প্রধানমন্ত্রীকে যা বললেন সাক্কু"
Post a Comment