রাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক!
প্রকাশঃ ০৩-০৪-২০১৭, ২:৪৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, সময়ের কণ্ঠস্বর- রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখার কথা ভাবছে সরকার। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইতিমধ্যে এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠপ্রশাসন শাখা।
রাত জেগে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যবহারের কারণে শিক্ষার্থী ও তরুণদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। নেশার মতোই তারা মাধ্যমটি ব্যবহার করছে। সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে বিটিআরসির সচিব সারওয়ার আলম সাংবাদিকদের চিঠির বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা যায় কি না, এ বিষয়ে টেলিযোগাযোগ বিভাগের মতামত জানতে চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
তিনি বলেন, এই সময়ে তরুণ সমাজকে ফেসবুক আসক্তি থেকে মুক্ত করার জন্য এ ধরনের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে ভাবছে সরকার।
গেলো বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে ফেসবুকের বিষয়টি আলোচনায় আসে। সেখানে বলা হয়, রাত জেগে সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি ব্যবহারের কারণে শিক্ষার্থী ও তরুণদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। সে কারণে রাতের বেলায় ফেসবুক বন্ধ রাখার সুপারিশ আসে।
0 Response to "রাতে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক! "
Post a Comment