-->

Nativ

Banner 160*300

কাতারে খোলা জায়গায় খাওয়া, পান করা, ধূমপান করলে তিন মাসের জেল বা ৩০০০ কাতারি রিয়াল জরিমানা হতে পারে।

কাতারে খোলা জায়গায় খাওয়া, পান করা, ধূমপান করলে তিন মাসের জেল বা ৩০০০ কাতারি রিয়াল জরিমানা হতে পারে।

কাতারে খোলা জায়গায় খাওয়া, পান করা, ধূমপান করলে তিন মাসের জেল বা ৩০০০ কাতারি রিয়াল জরিমানা হতে পারে।




এ বছর ইসলাম ধর্মের পবিত্র মাস রমজান মাসের প্রথম দিন সম্ভবত আগামীকাল শনিবার 2 এপ্রিল থেকে।
যদিও ইসলামী রীতি অনুযায়ী অর্ধচন্দ্রাকার বা চাঁদ দেখেই রমজান মাস ঘোষণা করা হয়।

দোহার স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬:১৬ মিনিটে অর্ধচন্দ্রাকার দিকে তাকানো হবে এবং চাঁদের উপর নির্ভর করে আজ রাতে তারাবিহ এবং আগামীকাল রমজান পড়বে কি না, তা নির্ধারণ করা হবে।

কাতার বেশিরভাগই ইসলামী আইন বা শরিয়া আইন অনুসরণ কর হয়। এই মরজান মাসে নির্দিষ্ট সময়ে খাওয়া, চিবানো, পান করা এবং সর্বজনীন স্থানে বার্তালুকে এসব কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছে।
রমজানের নির্দিষ্ট সময়ে খাওয়া, মদ্যপান,এবং ধূমপানের জায়গায় পাওয়া গেলে জরিমানা বা ৩০০০ কাতারি রিয়াল জরিমানা হতে পারে।

0 Response to "কাতারে খোলা জায়গায় খাওয়া, পান করা, ধূমপান করলে তিন মাসের জেল বা ৩০০০ কাতারি রিয়াল জরিমানা হতে পারে।"

Banner 300*250

Banner 160*600

advertising articles 2

Banner 728*90