-->

Nativ

Banner 160*300

এ এস সিসি টিভি নিউজ।তুরস্কের পাশে দাঁড়িয়ে আমেরিকাকে কড়া সমালোচনা জার্মানির

এ এস সিসি টিভি নিউজ।তুরস্কের পাশে দাঁড়িয়ে আমেরিকাকে কড়া সমালোচনা জার্মানির

August 14, 2018

বিবি নিউজ ডেস্কঃ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সরকার দুটি তুর্কি পণ্যে রপ্তানি শুল্ক দ্বিগুন করায় কড়া সমালোচনা করলেন জার্মানির অর্থমন্ত্রী পিটার অল্টমেয়ার। জার্মানির স্থানীয় একটি পত্রিকা সূত্রে দেশটির এই প্রতিক্রিয়া জানা গেছে।
পিটার অল্টমেয়ার বলেন, ‘এই বাণিজ্য যুদ্ধ অর্থনৈতিক উন্নতির গতি কমিয়ে এবং ধ্বংস করে দিবে। নতুন অনিশ্চয়তা তৈরি করবে। অতীতে আমরা দেখেছি পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাণিজ্য যুদ্ধে ভোক্তা ক্ষতিগ্রস্থ হয়।’
মার্কিন যুক্তরাষ্ট্র তুর্কি এ্যালুমিনিয়ামের ওপর শতকরা ২০ ভাগ ও স্টিলের ওপর ৫০ ভাগ শুল্ক বৃদ্ধি করায় জার্মানির অর্থমন্ত্রী কড়া এই মন্তব্য করলেন।
জার্মানির বিল্ড অ্যাম সনট্যাগ পত্রিকায় পিটার অল্টমেয়ার তুরস্কের প্রশংসা করে বলেন, তুরস্ক ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে। আমরা আঙ্কারার সাথে একযোগে অভিবাসী ইস্যুতে কাজ করছি।’
জার্মান আশা করছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আগামী মাসে বার্লিন সফর করবেন।

1 Response to "এ এস সিসি টিভি নিউজ।তুরস্কের পাশে দাঁড়িয়ে আমেরিকাকে কড়া সমালোচনা জার্মানির"

Banner 300*250

Banner 160*600

advertising articles 2

Banner 728*90