-->

Nativ

Banner 160*300

এবার পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

এবার পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

ভয়ভীতির দেখিয়ে দিনের পর দিন পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে বগুড়ার শিবগঞ্জ উপজেলার এক শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার অভিযুক্ত শ্বশুর মিলন মিয়াকে উপজেলার বিহার ইউনিয়ন থেকে গ্রেফতার করে শিবগঞ্জ থানা-পুলিশ।


শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান গণমাধ্যমকে জানান, বছর চারেক আগে মিলন মিয়ার ছেলের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তার স্বামী পেশায় পরিবহন শ্রমিক হওয়ায় প্রায় রাতেই বাড়িতে থাকতেন না। বিয়ের কিছুদিন পর থেকে এই সুযোগে তার শ্বশুর মিলন মিয়া তাকে ধর্ষণ করতে শুরু করেন। প্রাণনাশের ভয় দেখিয়ে দিনের পর দিন এমন নিপীড়ন চলার পর ওই গৃহবধূ বিষয়টি তার স্বামী-শাশুড়ি এবং বাবা-মাকেও জানায়। কিন্তু তাতেও শ্বশুরের নিপীড়ন বন্ধ না হওয়ায় সোমবার তিনি থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
তিনি বলেন, মামলা দায়ের করার পর দুপুরেই অভিযুক্ত মিলন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধূ বিকেলে বগুড়ার আদালতে ২২ ধারায় জবানবন্দিও দিয়েছেন।

0 Response to "এবার পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার"

Banner 300*250

Banner 160*600

advertising articles 2

Banner 728*90