আজ আবারো নিত্যদিনের ন্যায় এক মায়ের বুক খালি হলো হাটহাজারীর মীরের হাটে রোড এক্সিডেন্টে হারুন নামে এক লোকের মৃত্যু।
হারুনের মত আরও অনেকের প্রতিনিয়ত মৃত্যু হয়েছে হচ্ছে। কিন্তু এর খেসারত কে দেবে। তাই হাটহাজারী নাজিরহাট বাসির দাবী দ্রুত এই মহা সড়কে ডিভাইডার চাই।
0 Response to "প্রতিনিয়ত ঘটে যাচ্ছে চট্টগ্রাম হাটহাজারী নাজিরহাট রুটে এক্সিডেন্টর ঘটনা। "
Post a Comment