-->

Nativ

Banner 160*300

নির্মানাধীন জামে মসজিদের জন্য সাহায্যের আবেদন

নির্মানাধীন জামে মসজিদের জন্য সাহায্যের আবেদন

#সাহায্যের_আবেদন

ছবিতে যে পাকা ঘরটি দেখা যাচ্ছে সেটি একটি নির্মানাধীন জামে মসজিদ ৩নং মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দূর্গম পাহাড়ী এলাকায় অবস্থিত এ মসজিদটি সমাজের ধর্মপ্রাণ মুসল্লি এবং এলাকাবাসীর সার্বিক সহযোগীতায় প্রায় ৬০ ভাগ কাজের অগ্রগতি হয়েছে।


নির্মান কাজের শুরু থেকে এ মসজিদের মুসল্লিরা ছবিতে দৃশ্যমান একটি টিনের ঘর তৈরী করে সেখানে নামাজ আদায় করে আসছেন বর্তমানে আর্থিক সংকটের কারনে বাকী কাজটা আপাতত বন্ধ রয়েছে।এমতাবস্থায় পরিমান মতো কংক্রিট এবং বালী থাকলেও শুধু মাত্র ৫০ ব্যাগ সিমেন্ট আর মিস্ত্রী খরছের অভাবে সেখানকার মুসল্লিরা পবিত্র মাহে রমযানে তারাবী সহ পাঞ্জেগানা নামাজ আদায় করতে পারছেন না।
যদি কোন দয়াবান আল্লাহর বান্দা আখেরাতের পূঁজি হিসেবে আল্লাহর ঘর মসজিদে ৫০ ব্যাগ সিমেন্ট আর মিস্ত্রী খরচের ব্যবস্থাটা করে দেন তাহলে আপাতত ফ্লোরের কাজটি শেষ হলে অন্তত সেজদার জায়গাটুকু পাবে।আপাতত এটুকু পেলেই ইতিকাফ সহ পাঞ্জেগানা নামাজটা আদায় করার সুযোগ পাবে।

আসুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে যদি কোন দানশীল মানুষ এগিয়ে আসেন তাহলে ইনবক্স করুন গোপনে অথবা সরজমিনে পরিদর্শন সাপেক্ষে আখেরাতের স্বাক্ষী হই।মনে রাখবেন আল্লাহর ঘরে সিজদার জায়গাটা করে দিলে জান্নাতে আপনার আমার ঘরটিও আল্লাহর পক্ষ থেকে বরাদ্ধ হতে পারে। আল্লাহ হাফেজ___

Copy by- Syed Shahed

0 Response to "নির্মানাধীন জামে মসজিদের জন্য সাহায্যের আবেদন"

Banner 300*250

Banner 160*600

advertising articles 2

Banner 728*90