-->

Nativ

Banner 160*300

বিশ্বকাপের সব দর্শককে টিকা দেবে কাতার!

বিশ্বকাপের সব দর্শককে টিকা দেবে কাতার!


কোনোভাবেই থামছে না করোনা মহামারী। বরং দেশে দেশে প্রতিনিয়ত বাড়ছে এই ভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে বিশ্বময় স্থগিত হয়ে আছে হাজারো আয়োজন। কিন্তু আগামী বছর ২০২২ সালে কাতারে যে ফুটবল বিশ্বকাপের মহা আয়োজন হওয়ার কথা, এর কী হবে?


করোনা ভাইরাসের সংক্রমণ যত বাড়ছে, ততই নানারকম উদ্বেগ ছড়িয়ে পড়ছে সর্বত্র। এমন পরিস্থিতিতে আশার কথা শোনালেন কাতারের পররাষ্ট্র মন্ত্রী।

শুক্রবার ১৬ এপ্রিল দোহায় বসে এক ভিডিও কনফারেন্সে বক্তব্য দানকালে তিনি বলেন, ২০২২ সালে কাতারে যে ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, এতে অংশগ্রহণকারী খেলোয়ার এবং এই খেলা দেখতে আসা দর্শক ও অতিথিদের সবাই যেন করোনার টিকা নিতে পারেন, সেজন্য পরিকল্পনা করছে কাতার সরকার।


কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানান, এই লক্ষ্যে ইতোমধ্যে করোনার টিকা প্রস্তুতকারী কোম্পানিগুলোর সাথে আলাপ করছে কাতার কর্তৃপক্ষ। কাতারে খেলা দেখতে আসা সবাই করোনার টিকাগ্রহণকারী হয়ে থাকেন, সেটি নিশ্চিত করতে চাই আমরা।


২০২২ সালের কাতার বিশ্বকাপকে করোনামুক্ত আয়োজন হিসেবে নিশ্চিত করতে যা যা প্রয়োজন, এর সবকিছুই কাতার করবে বলে জানান কাতারের পররাষ্ট্রমন্ত্রী

0 Response to "বিশ্বকাপের সব দর্শককে টিকা দেবে কাতার!"

Banner 300*250

Banner 160*600

advertising articles 2

Banner 728*90