-->

Nativ

Banner 160*300

সারাদেশে বিচ্ছিন্ন আন্দোলনে অধিকার আদায় সম্ভব না। বিকল্প পথে এগুতে হবে। (সুমন সিকদার)

সারাদেশে বিচ্ছিন্ন আন্দোলনে অধিকার আদায় সম্ভব না। বিকল্প পথে এগুতে হবে। (সুমন সিকদার)

সারাদেশে বিচ্ছিন্ন আন্দোলনে অধিকার আদায় সম্ভব না। বিকল্প পথে এগুতে হবে।

প্রত্যেক জেলা থেকে দেশের বিগত সকল ধর্ষিতা এবং তাদের পরিবারকে যথাসম্ভব এক করা হোক।


তারপর অধিকার আদায়ে প্রতিবাদী সংগঠন'সহ গণভবন/বঙ্গভবনে একটা আমরণ অনশন হোক।

ধর্ষিতা এবং তার পরিবার নিজেদের বিভৎস ঘটনা ওখানেই তুলে ধরুক।

"শেখ হাসিনা" যদি সত্যিই 'মাদার অফ হিউম্যানিটি' বা মায়ের জাতের সম্মান বিবেচনায় রাখেন- তাদের কথাগুলো শুনবেন। দ্রুত বিচার এবং বর্তমান আইনের সংশোধনীর আশ্বাস দিবেন।

অন্যথা সরকার প্রধানের নামে কটুক্তিমূলক কথাবার্তা আমি সমর্থন করি না। এতে সরকার এবং তার অঙ্গ'সংগঠনগুলো ক্ষিপ্ত হয়।

বিগত আন্দোলনগুলো ছেলে হলে 'জামাত-শিবির' মেয়ে হলে 'বিএনপি' ট্যাগ লাগিয়ে অথবা কটুক্তি'মূলক কথার বিরুদ্ধাচারণ ধরে সরকার দলীয়রা বানচাল করেছেন।

(সুমন সিকদার) 

0 Response to "সারাদেশে বিচ্ছিন্ন আন্দোলনে অধিকার আদায় সম্ভব না। বিকল্প পথে এগুতে হবে। (সুমন সিকদার) "

Banner 300*250

Banner 160*600

advertising articles 2

Banner 728*90