সোমবার কে নিয়ে বাজে কথা বলার অধিকার কারও নেই!(ASCC TV NEWS)
Friday, 9 October 2020
Comment
Sayed Zaman Shawon নামে একজন অভিনেতার কারণে এই লেখা লিখেছি।
Ntv প্রচারিত পর্ব নাটকে "পরের মেয়ে" নামের একটি এপিসোডে- ৬৩ সোমবারকে অবমাননা করা হয়। তার গায়ে দেওয়া একটি টি-শার্টের মধ্যমে।
সে বিষয় টার জ্বোর প্রতিবাদ জানাই। সে যেন পরে এরকম ভূল আর না করে। তাকে তাঁর ভূল শুধরে নিতে হবে। না হয় গণআন্দোলনের ডাক আসবে।
সোমবার কি??এই দিনের ফজিলত কতটুকু??আসুন একটু জেনে নেওয়া যাক
১/নবী করীম সাল্লাল্লাহু ইসলামের জন্ম!
২/নবী করিম সাঃ এর মৃত্যু!
৩/এই দিনে নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম এর উপর কোরআন নাজিল করা হয়েছে!
৪/এই দিনে বান্দার আমল আল্লাহতালার কাছে পৌঁছে দেয়া হয়! ৫/এই দিনেই জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হবে!
আর তারা সোমবার কে বাস্টার্ড তথা জারজ বলে কি সম্বোধন করতে চায়??
আমরা অবুঝ না, বুঝতে শিখেছি !


এবং যারা ইসলামকে অবমাননা করতে চায়, তাদেরকে তাদের মত উত্তর দিতে শিখেছি!
ঠিক কিনা??
আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এরকম কুলাঙ্গারদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে!
0 Response to "সোমবার কে নিয়ে বাজে কথা বলার অধিকার কারও নেই!(ASCC TV NEWS) "
Post a Comment