-->

Nativ

Banner 160*300

সামরিক মহড়া বন্ধের রুশ প্রস্তাব প্রত্যাখ্যান আমেরিকার)(সুফিয়ান সাওরি)

সামরিক মহড়া বন্ধের রুশ প্রস্তাব প্রত্যাখ্যান আমেরিকার)(সুফিয়ান সাওরি)

সামরিক মহড়া বন্ধের রুশ প্রস্তাব প্রত্যাখ্যান আমেরিকার

নয়া দিগন্ত অনলাইন০৮ জুলাই ২০১৭,শনিবার, ০৯:০৩

দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া স্থগিত রাখার যে আহ্বান রাশিয়া ও চীন জানিয়েছিল আমেরিকা তা প্রত্যাখ্যান করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ের্ট এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করেন। তিনি বলেন, “১৯৫০’র দশক থেকে এ ধরনের ঘটনা চলে এসেছে। কাজেই এর কোনো পরিবর্তন হবে না। ” তিনি এ সামরিক মহড়াকে বৈধ এবং অনেক দিনের পুরনো বিষয় বলে মন্তব্য করেন।

এর আগে গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে এক বৈঠক শেষে যৌথ সামরিক মহড়া থেকে বিরত থাকার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছিলেন। তারা বলেছিলেন, উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ করলে আমেরিকারও উচিত হবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানো থেকে বিরত থাকা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরো বলেন, উত্তর কোরিয়াকে উস্কানিমূলক তৎপরতা থেকে বিরত রাখতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বেইজিং পিয়ংইয়ং’র প্রধান অর্থনৈতিক উৎস হওয়ার কারণে চীন সাফল্যের সঙ্গে উত্তর কোরিয়াকে বাধা দিতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

গত মঙ্গলবার প্রথমবারের মতো সফল আইসিবিএম পরীক্ষ চালায় উত্তর কোরিয়া
গত মঙ্গলবার উত্তর কোরিয়া ঘোষণা করে, দেশটি প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএমএ’র সফল পরীক্ষা চালিয়েছে যা বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো উত্তর কোরিয়ার আইসিবিএম পরীক্ষার সত্যতা স্বীকার করে বলেছে, ক্ষেপণাস্ত্রটি ৫,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হাতে পারে। 
সূত্র : ওয়েবসাইট

0 Response to "সামরিক মহড়া বন্ধের রুশ প্রস্তাব প্রত্যাখ্যান আমেরিকার)(সুফিয়ান সাওরি)"

Banner 300*250

Banner 160*600

advertising articles 2

Banner 728*90