ASCC TV NEWS.নবীযুগের ৫৩ হাজার দূর্লভ জিনিস উদ্ধার করলো সৌদি
ASCC TV NEWS.
আগস্ট ১৬, ২০১৮
সুফিয়ান সওরী: অনেক পরিশ্রম ও প্রচেষ্টার পর সৌদি সরকার সৌদি থেকে চুরি হওয়া রাসুল সা. এর যুগের ৫৩ হাজার দূর্লভ আসবাব, পাত্র, পাণ্ডলিপি ভাস্কর্য বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।
এ সমস্ত প্রাচীন ঐতিহাসিক বস্তু সৌদি আরব থেকে বিভিন্ন উপায়ে চুরি হয়ে যায় বলে জানা যায়।
সৌদি আরবের জাতীয় ঐতিহ্য ও পর্যটন কমিটির কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা আল-আরাবিয়াকে বলেন, এক বছর আগে সরকারিভাবে একটি মিশন চালু করা হয় বিভিন্ন দেশ থেকে হারিয়ে যাওয়া জিনিস উদ্ধারে।
দীর্ঘ এক বছরে সৌদি থেকে হারিয়ে যাওয়া ৫৩ হাজার ঐতিহাসিক দুর্লভ জিনিস পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার।
সৌদি সরকারি সংবাদ সংস্থা এসপিএ এর মতে হারিয়ে যাওয়া জিনিস উদ্ধারের জন্য সরকার বিশেষ এক অভিযান পরিচালনা করে। এতে ৫৩ হাজার ঐতিহাসিক জিনিস সংরক্ষণ করতে সক্ষম হয়েছে।
মূলত এর মাধ্যমে স্থাপত্য সংরক্ষণ, ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থানকে সুরক্ষিত করা সৌদির উদ্দেশ্য।
সৌদি আরবের প্রত্নতাত্ত্বিক গবেষক ড. নাফে অাল কুনওয়ার বলেন, সৌদি আরবের ঐতিহাসিক প্রাচীনতম আসবাব সংগ্রহে নতুন রেকর্ড স্থাপন করতে যাচ্ছে।
তিনি আরো বলেন, সৌদি থেকে কিছু মূল্যবান পাথর বিদেশে পাচার করতে চেষ্টা চালানোর সময় নিরাপত্তাকর্মীদের কাছে আটক হয়।
এভাবে একের পর এক ঐতিহাসিক জিনিস চুরি যেতে থাকলে সরকার এ বিষয়ে মনোযোগী হয়ে তা ফেরত আনা ও সংরক্ষণের চিন্তা করে।
চুরির বিষয়ে তিনি বলেন, চোরেরা কিছু ঐতিহাসিক জিনিস চুরি করে লুকিয়ে রেখেছিলো বিভিন্ন জায়গায়। আমরা যেগুলোও উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছি।
রিয়াদে অবস্থিত এ জাদুঘরটি ঘুরে দেখা গেছে জাদুঘরে পুরানো ভাস্কর্য, তীর, বর্শা পুরানো পাত্র চতুর্দশ শতাব্দীর সময়ের অন্যান্য অনেক জিনিস রয়েছে।
সূত্র: আল- আরাবিয়া উর্দূ
0 Response to "ASCC TV NEWS.নবীযুগের ৫৩ হাজার দূর্লভ জিনিস উদ্ধার করলো সৌদি"
Post a Comment