-->

Nativ

Banner 160*300

পুরান ঢাকায় মাদ্রাসা থেকে কোরবানির ৬০৩ ছুরি নিয়ে গেল পুলিশ!

পুরান ঢাকায় মাদ্রাসা থেকে কোরবানির ৬০৩ ছুরি নিয়ে গেল পুলিশ!

পুরান ঢাকা প্রতিনিধি 

 ০২ এপ্রিল ২০২১, ১০:২৯ এএম  |  অনলাইন সংস্করণ
6.9kShares

ছুরি
ছবি-সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকায় দুটি মাদ্রাসা থেকে কোরবানির পশু জবাইয়ের কাজে ব্যবহৃত ৬০৩টি ছুরি নিয়ে গেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার রাতে লালবাগ জামেয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে ৪২৭ এবং চকবাজারের ইসলামবাগ জামেয়া ইসলামিয়া মাদ্রাসা থেকে ১৭৬টি কোরবানির ছুরি নিয়ে যায় পুলিশ। 

পুলিশ বলছে, হেফাজতের কর্মসূচিকে ঘিরে সহিংসতার আশঙ্কায় ছুরিগুলো তাদের জিম্মায় নেওয়া হয়েছে। কোরবানির ঈদের আগে এসব ছুরি মাদ্রাসা কর্তৃপক্ষকে ফেরত দেওয়া হবে। 

হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও লালবাগের জামেয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা জসিমউদ্দিন যুগান্তরকে বলেন, পুলিশ সাদা কাগজে সই নিয়ে কোরবানির কাজে ব্যবহৃত ছুরিগুলো তাদের জিম্মায় নিয়ে গেছে। আগামী কোরবানির সময় ছুরিগুলো তারা ফেরত দেবে বলে জানিয়েছে। 

ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার যুগান্তরকে বলেন, ‘নিরাপত্তার’ স্বার্থে ছুরিগুলো পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ছুরিগুলো পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। হেফাজতের নিজস্ব কর্মীদের মধ্যে মতবিরোধ রয়েছে। যে কোনো সময় তারা নিজেরাই সংঘর্ষে লিপ্ত হতে পারে— এমন আশঙ্কা থেকেই ছুরিগুলো জব্দ করা হয়েছে।

তবে পুলিশের অন্য একটি সূত্র যুগান্তরকে, শুক্রবার হেফাজতে ইসলামের আন্দোলন ঠেকানো ও রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে পুলিশের আগাম প্রস্তুতির অংশ হিসেবে দেশীয় ছোরাগুলো হেফাজতে নেওয়া হয়েছে।

0 Response to "পুরান ঢাকায় মাদ্রাসা থেকে কোরবানির ৬০৩ ছুরি নিয়ে গেল পুলিশ!"

Banner 300*250

Banner 160*600

advertising articles 2

Banner 728*90